দেশে করোনার সংক্রমণ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু না হলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। সারা দেশে আরও ১২৮ জন শনাক্ত হয়েছেন, যা গতকাল ছিল ১০৯ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২ জুন দেশে ২২ জন করোনা শনাক্ত হয়েছিল, এরপর টানা ১১ দিন এই সংখ্যা বেড়েই চলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জনে।
এ সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়নি। তাই এনিয়ে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪