দিনাজপুরে আবার বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। লকডাউন চললেও শহরে যান চলাচলের সাথে বেড়েছে মানুষের চলাচল। তবে দোকানপাটের বেশিরভাগই বন্ধ ছিল। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৯৪ জন। তবে একই সময়ে করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দিনাজপুর জেলায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৭২ শতাংশ।
একই সময়ে জেলার মধ্যে দিনাজপুর সদরে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৪৯ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন করোনা পজিটিভ শনাক্ত। আক্রান্তের হার ৩০.২০ শতাংশ। এসব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ উল হক।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪