বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক মাস্টার অপারেটর জসিম উদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমকে ৫ বছরের কারাদণ্ডসহ ৬ লাখ টাকা জরিমানা কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ।
রায় ঘোষণার পর আসামি কোহিনুর বেগমকে কারাগারে পাঠানো হয়।
এদিকে দুদক পিপি মাহমুদুল হক বলেন, দুদক আইনের ২টি ধারায় দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করায় কোহিনুর বেগমকে আদালত ৫ বছর সাজা দিয়েছেন। তবে একটি ধারায় ৪ বছর এবং অপর একটি ধারায় ১ বছর করে মোট ৫ বছর সাজা দেওয়া হয়। ২ ধারার সাজা এক সাথে চলবে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক।
২০০৯ সালের ১০ জুলাই কোহিনূর বেগমের বিরুদ্ধে দুদক চট্টগ্রাম কার্যালয় দুর্নীতি মামলাটি করে। তার বিরুদ্ধে ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।
জানা যায়, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি কোহিনূর বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। একই বছরের ১০ সেপ্টেম্বর উক্ত চার্জশিট আমলে নিয়ে তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪