
যৌন হয়রানির অভিযোগে প্যানেল মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরের মামলা
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্যানেল মেয়র এবং ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন একই পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর (৭, ৮ ও ৯ নম্বর) আয়েশা সিদ্দিকা। একই সঙ্গে এ ঘটনায় পৌরসভার মেয়র ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলাটি করেন তিনি। অভিযুক্ত প্যানেল মেয়র আব্দুল কাদের (৫৫) ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর গ্রামের মৃত ওয়াকিল আহমেদের ছেলে।
জানা গিয়েছে, আব্দুল কাদের দীর্ঘদিন ধরে ওই নারী কাউন্সিলরকে যৌন হয়রানি করে আসছিলেন। গত ২১ জানুয়ারি দুপুরে আব্দুল কাদের নারী কাউন্সিলরকে তার বাড়িতে যাওয়ার জন্য বলেন। ওই দিন বিকালে পৌরসভার কাউন্সিলরদের কক্ষে তাকে জড়িয়ে ধরেন। এ সময় কয়েকজন বিষয়টি দেখে ফেলায় আব্দুল কাদের চলে যান।

ভুক্তভোগী জানান, আব্দুল কাদের মুঠোফোনে তাকে যে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন, তার কাছে কলরেকর্ড আছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদের তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ‘নারী কাউন্সিলরের কাছ থেকে এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
মামলার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত সাহা বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’