দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চাকরি দেওয়ার নাম করে ৬৩ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাফহিমুল হোসাইন নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে খাজিদা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাফহিমুল হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরামপুর গ্রামের ইরফান আলীর ছেলে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মনোয়ার হোসেন ও আল মামুন নামের দুজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে খাতিজা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে চলাকালে তাফহিমুল হোসাইন নামে একজনকে আটক করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাফহিমুল হোসাইন জানান, তিনি খাজিদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি প্রতিষ্ঠানের নামে চাকরি দেওয়ার নাম করে ৬৩ জন তরুণ-তরুণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে হরিপুর থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্রতারণা ও জালিয়াতির মামলা রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, তাফহিমুল হোসাইনের বিরুদ্ধে হরিপুর থানার ওয়ারেন্ট রয়েছে। তাই তাকে হরিপুর থানায় হস্তান্তর করা হবে।