৩০ অক্টোবর বাদ জুম্মা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ব্যঙ্গ চিত্র ফ্রান্সে প্রকাশ করার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে কেন্দ্রীয় মসজিদ থেকে বাদ জুম্মা মুফতি জাহেদুল ইসলামের নেতৃত্বে হাজার হাজার মুসুল্লির একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঢাকা-পঞ্চগড় মহাসড়ক, উপজেলা নির্বাহী অফিস ও পৌরসভার প্রধান গেট প্রদক্ষিন করে। বিক্ষোভকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ব্যঙ্গ চিত্র প্রকাশ করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের বিজয় (পুরাতন শহীদ মিনার) চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ জাহেদুল ইসলাম, থানা মসজিদের ইমাম হাফেজ মাওঃ মোঃ মতিয়ার রহমান, তাবলীক জামাতের আমীর মোঃ আব্দুর রহিম প্রধান ও অন্য ওলামায়ে কেরাম বক্তাগন ফ্রান্সের প্রেসিডেন্টের নিঃশর্ত ক্ষমা, বাংলাদেশ ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবি জানান এবং ফ্রান্সের পণ্য বয়কট করার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানান।