
নিজেকে বিবাহিত দাবি করলেন দীঘি!
৪ বছর প্রেমের পর একে-অপরের গলায় মালা দেওয়ার মধ্য দিয়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’ হলেন রণবীর-আলিয়া।
তবে আলিয়া ও রণবীরের এ বিয়ে মেনে নিতে পারছিলেন না প্রার্থনা ফারদীন দীঘি।
দীঘি জানিয়েছিলেন, কষ্টে নাকি সারা রাত ঘুমাতে পারেননি তিনি। আরো অনেক কথাই বলেছিলেন। এবার নিজেকে বিবাহিত দাবি করলেন ঢাকাই ছবির এই নায়িকা।
ইনস্টাগ্রামে একটি পোস্টে দীঘি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেই স্ক্রিনশটে নিজেকে রণবীর কাপুরের স্ত্রী দাবি করেন।
বিয়ে কিভাবে? সে উত্তরও দিয়েছেন, মানসিকভাবে রণবীরকে বিয়ে করেছেন নাকি তিনি।

‘এক ভক্ত দীঘিকে জিজ্ঞেস করেন আপনি কি বিবাহিত?’ উত্তরে দীঘি বলেন, ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে আমি বিবাহিত। ’
দীঘি আর বলেছিলেন ‘আলিয়ার সঙ্গে বিয়ের ছবি একদমই নিতে পারছি না। ওর (রণবীর) অন্য কোনো এক্সের সঙ্গে ক্যাটরিনা কিংবা দীপিকার সঙ্গে বিয়ে হলে সেটা মেনে নেওয়া যেত। কিন্তু আলিয়াকে আমি আগে থেকেই নিতে পারি না। ’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪