
দিনাজপুরে বিরামপুর উপজেলার পলাশবাড়ীতে ট্রেনের ধাক্কায় শাহরিয়ার হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে পলাশবাড়ী রেল গেটের ৫শ গজ দক্ষিণ দলদলিয়া পুকুরপাড় এলাকায় ।
শাহরিয়ার পৌরশহরের ইসলামপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
শাহরিয়ারের বাবার সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয় শাহরিয়ার। পলাশবাড়ী এলাকায় ঘুরতে যায়। সেখানে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শুনছিল সে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
হাকিমপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ গণমাধ্যমকে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আমাদের ফেইসুবক লিংক : ট্রাস্ট নিউজ ২৪