
দিনাজপুর - বাসের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জে বাবার সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিকনিক বাসের নিচে চাপা পড়ে তাহমিদ রহমান (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ (৪ ফেব্রুয়ারি) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আফতাবগঞ্জ-স্বপ্নপূরী সড়কের ইসলাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাহমিদ খানসামা উপজেলার তহিদুল ইসলামের ছেলে।
জানা গিয়েছে, শনিবার সকালে বাবা-মার সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপূরীতে ঘুরতে যাচ্ছিল তাহমিদ। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় পৌঁছালে রাস্তার বালুতে পাশকেটে পড়ে যায়। এ সময় বীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ের একটি পিকনিক বাস শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’