
দিনাজপুর - ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দিনাজপুর : বিরামপুরে ভবনের রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহিনুর ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পৌরশহরের ইসলাম পাড়া এলাকায় জহিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। শাহীনুর বিরামপুর উপজেলা মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াখোল গ্রামের লোকমান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক দিন থেকে জহিরুলের বাসায় রঙের কাজ চলছিল। দুপুরে ভবনের দোতলায় রঙের কাজ করছিলেন শাহীনুর। বাড়ির রেলিং ঘেঁষা বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান জহিরুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের বিরামপুর স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এমনটা ঘটেছে।