দিনাজপুর জেলায় করোনা দ্বিতীয় ঢেউ এ গত দুই দিনে ৫ জন মৃত্যুবরন করেছেন। দিনাজপুর সিভিল সার্জন মোঃ আব্দুল কুদ্দুছ জানান যে, গত ২ দিনে দিনাজপুর সদরে ৫ জন মৃত্যু বরন করেছেন।
এর মধ্যে সদর উপজেলায় ভারত থেকে ফেরত এসে করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার রাতে মৃত্যুবরণ করেন কান্তালাল সাহা (৬৫)। গত ১৪ এপ্রিল ভারত থেকে দেশে ফেরেন তিনি। শারীরিকভাবে অসুস্থ বোধ করলে ১৭ এপ্রিল তাঁর করোনা পরীক্ষা করা হয়। অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।
অন্যান্যরা হলেন মোঃ মুসা চৌধুরী (৫৮), মোঃ হারিসুল (৩০) খলিলুর রহমান (১০১), মোঃ ওয়াহেদ আলী (৬৫) সবাই এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেছেন।
সিভিল সার্জন আরো জানান, ইতিমধ্যে আমরা তিনটি বাড়ী লকডাউন করেছি যতদুর সম্ভবত তারা পাশর্^বর্তী দেশ থেকে এসেছে। সঠিকভাবে স্বাস্থবিধি মেনে চললে এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। প্রতিদিন জেলা তথ্য অফিস থেকে মাইকিং করে জনসাধারনকে সচেতন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। তাছাড়া করোনা প্রতিরোধ কমিটির স্বেচ্ছাসেবক কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে সচেতনমূলক উপদেশ দিচ্ছে। আমাদের যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে চলতে হবে এর থেকে রক্ষা পাওয়ার জন্য।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৪১৩ জন আর দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫০১৮ জন। অদ্যাবধি দিনাজপুরে (কোভিড-১৯) আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা ১১৫ জন।