
দিনাজপুরে চালের সাথে পাউডার মিশ্রণ করায় জরিমানা - Trustnews24.com
দিনাজপুরে গবাদিপশুর ফিডের সাথে ইউরিয়া মিশিয়ে প্রক্রিয়াকরণ ও লাইসেন্স বিহীন ব্যবসা এবং চিনিগুড়া চালের সাথে বাসমতি ফ্লেভারযুক্ত পাউডার মিশানোর দায়ে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। এসময় জরিমানাসহ সকল রাসায়নিক পাউডার জব্দ করা হয়।

মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর অভিযান চালিয়ে পুলহাটের মেসার্স ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও সুফলা রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি এর সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিনাজপুর সদরের পুলহাট এলাকায় মেসার্স ফরহাদ ট্রেডার্সকে গবাদিপশুর ফিডের সাথে ইউরিয়া মিশিয়ে প্রক্রিয়াকরণ এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুফলা রাইস মিলের পরিচালনাকারী মশিউর রহমানকে চিনিগুড়া চালের সাথে অনুমোদনহীন বাসমতি ফ্লেভারযুক্ত পাউডার মিশিয়ে সুগন্ধি চাল হিসেবে প্রক্রিয়া ও বিক্রয় করার অপরাধে ১ লাখ টাকা জরিমানাসহ সকল রাসায়নিক পাউডার জব্দ করা হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের কেন্দ্রীয় নির্দেশনায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প এর সেকেন্ড কমান্ডার হালিউজ্জমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪