
দিনাজপুর - ঘোড়াঘাটে গাছে ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনাটি ঘটেছে আজ রোববার (৫ ফেব্রুয়ারি) ঘোড়াঘাটের মহুয়ারবাগ গ্রামে । খবর পেয়ে পুলিশ শহিদুলের নিজ বাড়িতে আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করে।
শহিদুল ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়ারবাগ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
নিহতের পরিবার জানায়, রোববার ভোরে শহিদুলের মেয়ে ঘুম থেকে উঠে তার বাবাকে বাড়ির উঠানে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে ওঠে শহিদুলকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।