
দিনাজপুরে দুটি মৃদু শৈত্যপ্রবাহ আসছে এই মাসে
কমতে শুরু করেছে দিনাজপুরের তাপমাত্র । সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত আগের থেকে বেশি শীত অনুভব করছেন জেলার মানুষ।
হিমালয়ের পাদদেশের এই জেলা দিনাজপুরে চলতি সপ্তাহে বৃষ্টি ও চলতি মাসে ২টি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নেমে আসতে পারে ৬-৮ ডিগ্রি সেলসিয়াসে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, ‘জেলায় একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। গত ৩০ নভেম্বর দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিসেম্বর তা কমে দাঁড়ায় ১৪.৫০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।’
চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে।
অন্যদিকে সকাল-সন্ধ্যা মানুষকে হালকা শীতের কাপড় পরতে দেখা যাচ্ছে। ভোরে শীতের কাপড় পরে মসজিদে আসছেন মুসল্লিরা।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪