দিনাজপুর ॥ আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর ২০২১ উপলক্ষে দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু’র ব্যক্তিগত উদ্যোগে করোনাকালীন মহামারীতে এলাকার দুঃস্থদের মঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ মে রোববার দিনাজপুর শহরের চাউলিয়াপট্টিস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার ৩৫০ জন অসহায় ও গরীব দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন নুরুল হক, মকলেছুর রহমান, জহুরুল, ফারুক সিকদার (পৌর আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য), সাহাবুদ্দিন, মতুল ইসলাম, আবু হেনা আজাদ বাবু, তরিকুল ইসলাম প্রমুখ। উক্ত ঈদ ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, আটা ৪ কেজি, আলু ২ কেজি, লবণ হাফ কেজি, সরিষার তৈল হাফ লিটার, লাচ্ছা সেমাই হাফ কেজি, চিনি হাফ কেজি, গোসল করা সাবান ইত্যাদী।