
দিনাজপুর পার্কে প্রকাশ্যে অনৈতিক কাজ!
বিনোদন কেন্দ্রটির অবস্থান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নে মোজাম বিনোদন পার্কের লাইসেন্স নিয়ে সেখানে প্রকাশ্য চলছে অনৈতিক কাজ। এই বিনোদন পার্কটিতে ঘটেছে হত্যাকাণ্ডও।
পার্ক ঘুরে দেখা যায়, মহাসড়ক থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে ২ গ্রামের মাঝখানে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেড়া একটি বিশাল আমবাগান রয়েছে। বিনোদনের তেমন কিছু না থাকলেও নামে এটি মোজাম বিনোদন পার্ক। পার্কটির শেষ অংশে দুই সাড়িতে ১০টি ইটের রুম রয়েছে। প্রতিটি রুমে খাটসহ সংযুক্ত টয়লেট ব্যবস্থা রাখা হয়েছে। রুমের ভিতর এবং এর চারপাশে যৌন উত্তেজক ট্যাবলেটের খোসাসহ এ কাজে ব্যবহারিত বিভিন্ন সামগ্রী পড়ে আছে। মূলত পার্কটির এসব রুমেই অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয় বলে অভিযোগ অনেকের।

সাজাপ্রাপ্তরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামের ওসমান গনি ছেলে আনারুল ইসলাম (৩৫), রেজাউল মিয়ার ছেলে সোহান মিয়া (২৮) এবং অপর এক নারী হলেন মানিকগঞ্জ সদর উপজেলার ধোলুদিয়া-কাসোরিয়া গ্রামের মৃত কামাল শেখের স্ত্রী সেতু আক্তার (২৫)।
তার এই পতিতাবৃত্তি ব্যবসা বৈধ দাবি করে অভিযুক্ত মোজাম্মেল হক মোজাম বলেন, ‘২০০০ সালে হাইকোর্ট পতিতাবৃত্তিকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছে।’
তিনি প্রকাশ্য অনৈতিক ব্যবসা করেন কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি করাই। আমার পার্কে রুম আছে সেগুলো ২০০ থেকে ৩০০ টাকা ঘণ্টা চুক্তিতে ভাড়া দেই। আমার এটা বৈধ ব্যবসা। পুলিশ ও ইউএনও আমার পার্ক থেকে বিনোদন নিতে আসা ছেলে মেয়েদের ধরে নিয়ে যায়। আমি তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।’