সরকারি নির্দেশনা অমান্য করে দিনাজপুর থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় দুরপাল্লার ২ টি বাসকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে বাস দুটিকে আটক করা হয় ।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বলেন, বুগদাদ ও আহসান পরিবহনের দুটি বাস যাত্রী নিয়ে ঢাকা ও কুমিল্লার উদ্দেশে যাচ্ছিল। সরকারি বিধিনিষেধ অনুযায়ী করোনার মধ্যে আন্তঃজেলা গনপরিবহন বন্ধ থাকলেও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বাস দুটি যাত্রা শুরু করেছিল। খবর পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুলিশের সহযোগিতায় বাস দুটিকে আটকের পর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাসে থাকা যাত্রীদের বাড়ি ফেরত পাঠানো হয়। বাস দুটিতে প্রায় ৩০জন যাত্রী ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বলেন, জরিমানা শেষে বাস ২টিকে পুলিশের মাধ্যমে কোতয়ালী থানায় প্রেরণ করা হয়েছে। বাস ২টি’র প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারলে থানা থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও বাস আটক করা হলেও হেলপার ও চালকদের আটক করা হয়নি।
তিনি আরোও জানান যে, মটর শ্রমিকদের ইতোমধ্যে মোবাইল এ্যাপস এর মাধ্যমে প্রনোদনার টাকা প্রদান করছে সরকার। সরাকরি নিতিমালার আওতায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে অংশ নেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) শাহনুর জামান সহ সংশ্লিষ্ট ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।