নুর ইসলাম ॥ করোনা ক্রান্তকিালীন সময়ে ফ্রন্টলাইন যোদ্ধা সাংবাদিকদের সুরক্ষার কথা চিন্তা করে গ্রাম উন্নয়ন কেন্দ্র দেশব্যাপী পর্যায়ক্রমে বিভিন্ন জলা শহরে সাংবাদিকদের মাঝে সুরক্ষা মাস্ক বিতরণ করছে। গণ উন্নয়ন কেন্দ্রের সাংবাদিকদের সুরক্ষা মাস্ক উপহার কর্মসূচর অংশ হিসেবে ৮ মে শনিবার বিকালে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর হাতে ২০০০ পিস মাস্ক উপহার দেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার আফতাব হোসনে। এসময় উপস্থিত ছিলনে গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন, দিনাজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি কংকন কর্মকার, সহ-সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সাংস্কৃতকি সম্পাদক জিন্নাত হোসনে, নির্বাহী সদস্য মুকুল চ্যার্টাজী, তথ্য গবষেণা ও প্রচার সম্পাদক কৌশকি বোস, সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, বৈশাখী টিভির স্টাফ রিপোর্টার একরাম হোসেন তালুকদার, ডিবিসি জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমান, মাই টিভির বগুড়া প্রতিনিধি লিখন হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।