করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় আগামী সাত দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত দিয়েছে প্রশাসন। আগামী মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
রবিবার (১৩ জুন) রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে দিনাজুপর সদর উপজেলায় সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে, কোন ধরনের যানবাহন চলাচল করবে না। শুধু ওষুধের দোকান খোলা থাকবে।
এছাড়া কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শহরে শুধু এ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করবে। দিনাজপুর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক খালেদ মোহাম্মদ জাকি’র সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন– জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ আব্দুল কুদ্দুছ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ বিকে বোসসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে সিভিল সার্জন অফিস এক প্রতিবেদনে গত ৪৮ ঘণ্টায় দিনাজপুরে করোনায় নতুন আরো ৫ জনের মৃত্যুর খবর জানায়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আ্রকান্ত হয়ে ১৪৩ জনের মৃত্যু হলো। নতুন মৃত ৫ জনের মধ্যে সদর উপজেলাতে ৩ জন ও বিরামপুর উপজেলায় দুইজন রয়েছে। এছাড়া চলতি জুন মাসে ১৩ দিনে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর সদর উপজেলায় করোনা সংক্রমণের হার সবচেয়ে ভয়াবহ। সিভিল সার্জন জানান, আক্রান্ত ও মৃত্যুহারে সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দিনাজপুর সদর উপজেলা। এখন পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার অর্ধেকেরও বেশি সদর উপজেলায়। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭১ জন, এর মধ্যে শুধু সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৬ জন। যা শতকরা ৫৭ দশমিক ০৩ শতাংশ। জেলার ১৩টি উপজেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৩ জনের। এর মধ্যে সদর উপজেলাতেই ৭০ জন। যা শতকরা হিসেবে ৪৮ দশমিক ৯৫ শতাংশ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪