
দিনাজপুর : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, শোকে স্বামীর বিষপান
দিনাজপুর নবাবগঞ্জ : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের শোক সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন শামীম (৩০) নামে এক যুবক। গতকাল রোববার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
শামীম নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামের শাহার আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিজ বাড়ি নবাবগঞ্জ উপজেলায় বিষপান করেছিলেন শামীম। তার বাড়ি থেকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাছাকাছি হওয়ায় পরিবারের লোকজন তাকে এখানে ভর্তি করেন। নবাবগঞ্জ থানায় খবর দেয়া হয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।