অশীতিপর শাকিলা বেগম নামের এক বৃদ্ধা। তার মস্তিষ্ক বিকৃত নয় এবং তিনি ভিক্ষুক নন। তার একমাত্র ছেলে জামিল হোসেন ও তার বউ তাকে বাসা থেকে বের করে দিয়েছে । এ সময় তাকে বলেছেন- ‘আর বাসায় ফিরো না, চোখ যেদিকে যায় চলে যাও।’
তিনি জানান, ছেলের কাছে তার মোবাইল নম্বরটি চাইতেছিলেন। কিন্তু সে দেয়নি। বাসে উঠার পর গন্তব্য বলতে না পেলে চালক তাকে হিলি সিপি মোড়ে নেমে দেন । তিনি এখন রবিউল ইসলাম সুইট নামের এক ব্যক্তির আশ্রয়ে রয়েছেন।
রবিউল ইসলাম সুইট জানায়, কয়েকদিন আগে হঠাৎ আমার বাসার বারান্দায় ওই বৃদ্ধাকে দেখতে পাই। বৃদ্ধাকে প্রশ্ন করি কিন্তু তিনি শুধু কান্নাকাটি করেন আর বলেন, তার ছেলে এবং ছেলের বউ বাসা থেকে বের করে দিয়েছে।
অমিত রায়, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবং এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ।