জেলা পুলিশ দিনাজপুরের কর্ণধার মানবিক পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর অফিসার ইনচার্জ জনাব ইমাম জাফর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় ইং-৩০/০৪/২০২১ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিত্বে দিনাজপুর শহরস্থ রামনগর পাগলার মোড় নামক স্থানে মাদক ব্যবসায়ী বেলাল হোসেন ওরফে বাবুর বাড়ীতে অভিযান করে তার নিকট হতে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে অত্র শহরের ঈদগাঁও বস্তি দিনাজপুরে জনৈক মোঃ মিজানুর রহমান চৌধুরী, পিতা-মৃত এএম তছির উদ্দিন আহাম্মেদ চৌধুরীর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর আসামী ১। শ্রী বিষ্ণু চন্দ্র রায় (২৯), (নবমুসলিম) মোঃ ইউসুফ আলী, পিতা-শ্রী পুনেন্দ্র চন্দ্র রায়, মাতা-শ্রীমতি বিনা রানী রায়, সাং-গড় নুরপুর, থানা-কাহারোল, জেলা-দিনাজপুর ২। মোঃ মনজু হোসেন (৩২), পিতা-মোঃ কালাম, সৎ পিতা-মোঃ লাল মিয়া, মাতা-মোছাঃ হেলেনা আক্তার, বর্তমান সাং-বাসা/হোল্ডিং নং-১১২, কাজলারপাড়, মাতুয়াইল, ডাকঘর-দনিয়া, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকা, স্থায়ী সাং-চরমোনাই, থানা বরিশাল সদর, জেলা-বরিশালদ্বয়কে সর্বমোট (৬০০+৮০০+৩৮) = ১৪৩৮ পিচ লালচে ও হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ধৃত ১নং আসামী শ্রী বিষ্ণু চন্দ্র রায় এর নামে পূর্বের দিনাজপুরে একাধিক থানায় ০৮টি ও আসামী বেলাল হোসেন ওরফে বাবুর বিরুদ্ধে ০৬ টি মাদক মামলা আছে। ধৃত আসামীদের নামে কোতয়ালী থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হইয়াছে।
উপরোক্ত বিষয়ের উপর ভিত্তি করে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়, উক্ত প্রেস ব্রিফিং উপস্থাপন করেন জনাব মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), দিনাজপুর এবং প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।