সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“নির্ভরযোগ্য পরিসংখ্যান টিকসই উন্নয়নের উপাদান” (ÒReliable Statistics Part of Sustainable DevelopmentÓ) প্রতিপাদ্য বিষয়ের উপর দেশে প্রথমবারের মত পালিত হলো জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হলো।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত জেলা পশাসক খালেদ মোহাম্মদ জাকি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর সিভিল সার্জন মোঃ আব্দুস কুদ্দুস, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিরল উপজেলা পরিসংখ্যান অফিসার আরপনা খাতুন। অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ৮ জুন ২০২০ খ্রিঃ তারিখের মন্ত্রীপরিষদ সভায় ২৭ ফেব্রুয়ারীকে “জাতীয় পরিসংখ্যান দিবস” হিসেবে ঘোষণা করেন। এ লক্ষ্যে এবারের জাতীয় পরিসংখ্যান দিবস ২০২১ উপলক্ষে জাঁকজমকভাবে পালনের বিশেষ কর্মসূচী থাকলেও COVID-19 মহামারী ঝুঁকির কারণে সীমিত পরিসরে পালন করা হয়।
এদিকে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ উপলক্ষে জেলা পরিসংখ্যান অফিস সজ্জিত করা হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪