পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা আবদুল মজিদ চৌধুরী (৭৬) ও তার ছেলে মো. মনির হোসেনকে (৪৩) কুপিয়ে জখম করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে যানা গিয়েছে, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরীর প্রতিবেশী সাগর ফকির গংদের সাথে দীর্ঘ বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। যা স্থানীয় শালিসদের মধ্যস্ততায় মীমাংসার জন্য মঙ্গলবার বিকালে শালিস বৈঠক হওয়ার নির্ধারিত তারিখ ছিল। এর আগেই সকাল ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে এ নিয়ে তর্কাতর্কি হলে সাগর (৩২) তার ছোট ভাই রবিন (২৪) ও তাদের দুই বোন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা মজিদ চৌধুরীর ওপর হামলা চালিয়ে জখম করা হয়। এসময় বাবাকে রক্ষা করতে ছেলে মনির হোসেন এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
এ বিষয়ে সাগর ফকির বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। আমার অন্যান্য ভাই-বোনদের সঙ্গে তর্কাতর্কি হয়েছে। এক পর্যায়ে উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হয়। এতে আমার ভাই রবিন, বোন আহত হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, হাসপাতালে পুলিশ পাঠনো হয়েছে। উভয়পক্ষই মারামারিতে আহতরা হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪