দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দিনাজপুরের বোচাগঞ্জে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে ৪০০ কম্বল বিতরণ করেছে। গতকাল শনিবার সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের সহায়তায় কম্বল বিতরণ করা হয়।
কম্বল নিতে আসা দৃষ্টি প্রতিবন্ধী লিটন ইসলাম বলেন, আমি তো চোখে দেখিনা। তবুও কম্বলটা হাতে নিয়ে দেখলাম ভালোই মোটা আছে। রাতের বেলা গায়ে দিয়ে ঘুমালে শীত লাগবে না। যারা আমাকে ও আমার মতো সবাইকে কম্বল দিলো আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন।
দিনাজপুর বোচাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের রেলকোলনির বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল খালেক বলেন, কয়েকদিনের কনকনে শীতে পাতলা একটা জ্যাকেট গায়ে দিয়েও শীত কাটেনা। কম্বল নাই আমার। তাই রাতেও এই জ্যাকেট গায়ে দিয়ে শুয়ে থাকি। তবুও অনেক শীত করে। ঠাণ্ডায় ঘুম আসে না, বাধ্য হয়ে বসে থাকি কখনো কখনো। একটা কম্বলের জন্য পরপর ৩ দিন ঘুরছি একজনের কাছে। দিতে চেয়েও দিতে দেয়নি। আজকে একটা কম্বল পাইলাম। শুনলাম বসুন্ধরা গ্রুপ দিছে। কোনো ঘুরাঘুরি ছাড়াই আজকে কম্বলটা পাইলাম। এটা দিয়াই আমার শীত কাটে যাবি। আমি অন্ধ মানুষ। মানুষের কাছেই চায়ে যা পাই তাই খাই। কম্বল কিনব কিভাবে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আজকে যে আমাকে কম্বল দিলো নামাজেই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা সভাপতি মো. রাসেল ইসলাম, কালের কণ্ঠ’র দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা অফিসার মো. পিয়ারুল ইসলাম, কড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন চন্দ্র রায়, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হেদায়েত বিন শাহনেওয়াজ সৌরভ প্রমুখ।