জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে ডা. মুরাদকে বহিষ্কার করা হয়েছে। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কিছুদিন আগে খালেদা জিয়া ও তার নাত-জাইমা রহমানকে নিয়ে ফেসবুক লাইভে কুরুচিকর মন্তব্য করায় ব্যাপক সমালোচনায় পড়েন ডা. মুরাদ। এরপর সামাজিকমাধ্যমে ভাইরাল হয় নায়িকা মাহির সঙ্গে তার আপত্তিকর ফোনালাপ। এর মধ্যেই আরেক ভিডিও আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও তিনি অপমানজনক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।
এরপর গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করকর নির্দেশ দেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪ট্রাস্ট নিউজ ২৪