
দিনাজপুরে ট্রলিচাপায় চালকের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রলিচাপায় রেজাউল (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের সহকারী শাহিন আলম গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নবাবগঞ্জ-কুচদহ আঞ্চলিক সড়কের গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেজাউল উপজেলার কুচদহ ইউনিয়নের জায়গীর পাড়া এলাকায় সৈয়দ আলীর ছেলে। আহত শাহিন আলম একই এলাকার বাসিন্দা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সন্ধ্যায় ট্রলিতে কাঠবোঝাই করে কুচদহ দিকে যাচ্ছিলেন রেজাউল ও তার সহকারী। ট্রলিটি গাজীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ি ট্রলিটিকে ধাক্কা দেয়। এসময় কাঠবোঝাই ট্রলিটি উল্টে চালক রেজাউল চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে তাকে উদ্ধার করে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উল্টে যাওয়া গাড়িটির নিচ থেকে রেজাউলকে উদ্ধার করা হয়।