দিনাজপুরের বিরামপুরে আলুর বস্তায় ফেনসিডিল পাচারকালে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, পৌরসভার ভবানীপুর (মুন্সিপাড়া) গ্রামের মোকছেদ আলীর ছেলে সায়েদ আলী (৪০)।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, গতকাল রাত ৮টায় সীমান্তবর্তী এলাকা হতে দুই মাদক ব্যবসায়ি ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল অন্যত্র পাচারের উদ্দেশ্য পৌর শহরের অবসর মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সায়েদ আলীকে আটক করা হয় এবং অপর আসামী মোতালেব হোসেন পুলিশের উপস্থিত টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে সায়েদ আলীর নিকট একটি সাদা প্লাষ্টিকের আলুর বস্তার ভিতর পঞ্চাশ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। ওসি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ি সায়েদ আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং পলাতক আসামি মোতালেব হোসেন কে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪