
রংপুর নগরীতে ১৪ লাখ টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার রাত ৯টার দিকে গাঁজা পরিবহনের সময় হামিদুল ইসলাম (২৯) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হামিদুল ইসলাম লালমনিরহাট জেলার তিস্তার চরগোপন্ডা এলাকার মোরশেদ আলীর ছেলে।
রবিবার সকালে রংপুরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে নগরীর আরকে রোড বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের বিপরীত দিক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আর কে রোড বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের পাশে আগে থেকে অবস্থান নেয় অধিদফতরের কর্মকর্তা। এসময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ৩৬ কেজি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।