রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১২৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
র্যাব জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায যে, রাজশাহী থেকে ট্রেনযোগে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ হেরোইন পরিবহন করে রংপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় রংপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অভিযান চালিয়ে ১২৮ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রাজশাহীর গোদাগাড়ি এলাকার মৃত আজিমুদ্দিন সরকারের ছেলে মো. আফজাল হোসেন সরদারকে (৫৮) গ্রেফতার করা হয়। সে বিশেষ কায়দায় তার শরীরের সাথে বিশেষ পকেট তৈরি করে হেরোইন পরিবহন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে জেলা লালমনিরহাট রেলওয়ে থানায় নিয়মিত মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪