
দিনাজপুরে ২ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস
দিনাজপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) বিজিবি ২৯ ব্যাটালিয়নের গ্রাউন্ডে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৪৫ হাজার ৭৫৩ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২০ হাজার ১৬৪ অ্যাম্পুল, ১৫ হাজার ৮৮ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৯২২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ২০৩ বোতল এমকেডিল সিরাপসহ গাঁজা, আফিম ও বিভিন্ন ধরনের মাদক।
মাদক ধ্বংসের সময় সাবেক মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার উপস্থিত ছিলেন। এ ছাড়া বিজিবির রংপুর রিজিওনের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগার ও ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবিরও উপস্থিত ছিলেন।