দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ি-২৯ বিজিবি আওতায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
যার মধ্যে রয়েছে ৩৫ হাজার পিস ফেনসিডিল, ৪ হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, যৌন উত্তেজক সিরাপ ৩৩ হাজার পিস ও ১৩ হাজার পিস এ্যাম্পল।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, ২৯-বিজিবি ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরীফ উল্লাহ, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার প্রমুখ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪