করোনা বিষয়ক মতামত নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে আগামীকাল রবিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ডা. দীপু মনি আজ শনিবার এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। শিক্ষার্থীরা যাতে টিকা নিয়ে স্কুল-কলেজে আসে, এরও ব্যবস্থা করা হচ্ছে। এখানে একটু অসুবিধা হতে পারে ১২ বছরের কম বয়সী তাদের জন্য। সে বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত নেব।’
আবারো যতই দিন যাচ্ছে সংক্রমণ বেড়েই চলেছে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না খোলা সে বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা ধারনা করেছিলাম মার্চ-এপ্রিলে সংক্রমণ বাড়বে। কিন্তু জানুয়ারির গোড়ার দিকেই বাড়ছে, কাজেই আমাদের যে পরিকল্পনা তাতে অ্যাডজাস্টমেন্ট কিছুটা দরকার হবে।
শিক্ষার্থীদের পড়ায় ঘাটতি পূরণে নিরাময়মূলক ক্লাস শুরু করার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত দেড় বছরে শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ঘাটতি হয়েছে, সেটি পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস শুরু করার ব্যবস্থা করছি। তবে আমাদের অনেক সচেতন থাকতে হবে। কারণ করোনা সংক্রমণ বাড়েই চলেছে ।
গত দেড় বছর শিক্ষার্থীরা মুখোমুখি ক্লাস করতে পারেনি। শ্রেণিকক্ষে তাদের পাঠদান করানো যায়নি। অনলাইনে বা টেলিভিশনে করেছে, এতে যে ঘাটতি হয়েছে তাতে শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে ঘাটতি পূরণ করতে হবে। কিন্তু যেভাবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছেন অনেকে, তাতে করোনা সংক্রমণ বাড়লে শিক্ষার ক্ষতিটাই বেশি হবে, সেটাকে মাথায় রেখে সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, আমরা প্রত্যেকে যেন স্বাস্থ্যবিধি মেনে চলি।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪