রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমিজমার বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম হেলাল (৩৬)। তিনি পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়ার মৃত আব্দুর রহমান মেম্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের সাথে ছোটভাই মহিবুলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। নিহত হেলাল একটি মামলায় ১ মাস জেল খেটে মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে বিকেলে বাড়িতে আসেন। ওইদিন রাত ১০ টার দিকে নিহত হেলালের সাথে ছোট ভাইয়ের সাথে কথাকাটি শুরু হয়। কথাকাটির এক পর্যায়ে ছোট ভাই মহিবুল বড়ভাইকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় হেলালকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ৪ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে নিহত হেলালের ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪