
জান্নাত-২ খ্যাত নায়িকা এশা গুপ্তা। যিনে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। কিন্তু অভিনয় জীবনে দুইবার কাস্টিং কাউচের স্বীকার হয়েছেন। এমনকি চার/পাঁচদিন শুটিং করার পর প্রযোজকের আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ার কারনে সিনেমা থেকে বাদ পড়েন তিনি।
এশা জানান, সাধারণত যারা কোনো তারকা পরিবারের সদস্য নন, তারাই বলিউডে বেশিরভাগ কাস্টিং কাউচের শিকার হন।
এশা আরও জানান, তিনি দুইবার কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন। নিজের অভিজ্ঞতা মনে করে তিনি বলেন, প্রথম ঘটনায় সিনেমার পরিচালক এসে তাকে বিশেষ প্রস্তাব দেন। এশা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সেই সিনেমার শুটিং শুরু হওয়ার দিনপাঁচেক পর পরিচালক এসে তাকে সেই ‘বিশেষ প্রস্তাবের’ বিষয়ে জিজ্ঞেস করেন। এতে রাজি না হওয়ায় পরিচালক জানান, এ সিনেমায় তাকে দেখতে চান না প্রযোজক। এরপরই ওই সিনেমা থেকে বাদ দেওয়া হয় তাকে ।
আরেকটি সিনেমার প্রযোজকও এশাে ‘বিশেষ প্রস্তাব’ দিয়েছিলেন। তবে তিনি সেসব এগিয়ে গিয়েছিলেন। এমনকি ওই প্রযোজককে এড়িয়ে চলতে আউটডোর শুটিংয়ে তিনি একা এক রুমে ঘুমাননি। তার মেকআপ আর্টিস্টকে নিয়ে রাতে ঘুমাতেন ।
এই নিয়ে ওই সিনেমার প্রযোজক তার ওপর নাখোশ ছিলেন । তবে এতো কিছুর মধ্যেও ওই সিনেমার শুটিং সম্পূর্ণ করেছিলেন তিনি ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪