
নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫৯
পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ১৫৭ জন ।
পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেন, ধ্বংসস্তূপের নিচে বহু লোক চাপা পড়ায় মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) মুহম্মদ ইজাজ খান সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের পর মসজিদের ছাদ ভেঙ্গে পড়ে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে উদ্ধারকারীরা তাদের বের করার চেষ্টা করছে। তিনি বলেন, মসজিদের মূল হলটির ধারণক্ষমতা ২৫০ থেকে ৩০০ জন ছিল, যা ধসে পড়েছে। ভবনটির বাকি অংশ এখনও অক্ষত রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসিপিও বলেন, ঘটনাস্থলে এক ধরনের বিস্ফোরকের ঘ্রাণ পাওয়া গেছে। তবে হামলায় কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না। মুহম্মদ ইজাজ খান বলেন, বিস্ফোরণের সময় ওই এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এটি স্পষ্ট যে, নিরাপত্তাজনিত ত্রুটি ছিল।