
কম মজুরি দেওয়ায় রোহিঙ্গার হাতে খুন হলেন কৃষক
মজুরি কম দেয়ায় রোহিঙ্গার হাতে খুন হন লোহাগাড়া উপজেলার কৃষক কবির আহমেদ। এ খুনের সাথে জড়িত থাকার অভিযোগে রোহিঙ্গা নাগরিক মো. আমিনরক গ্রেফতার করেছে পুলিশি ।
এর আগে গত রবিবার রাতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুবপালং শরনার্থী ক্যাম্প থেকে আমিনকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেফতার হওয়া আমিন কুতুবপালং শরনার্থী ক্যাম্পের আজিজুর রহমানের ছেলে।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, নিহত আহমেদ কবিরের চাষি জমিতে দিনমজুর হিসেবে কাজ করতেন রোহিঙ্গা যুবক আমিন। প্রত্যাশিত মজুরি না দেয়ায় কবিরের ওপর ক্ষিপ্ত ছিলেন আমিন। ১৬ ফেব্রুয়ারি কবির কাছে নগদ টাকা দেখলে তা ছিনিয়ে নিতে হত্যার পরিকল্পনা করে সে। পরে আরেক রোহিঙ্গা যুবকসহ তাকে খুন করে টাকা ছিনিয়ে নেয়। ঘটনার ১১ দিনের মাথায় প্রযুক্তির সহায়তা আমিনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।