ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিয়া ইরানি তীর্থযাত্রী। গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সালাহেদ্দিন প্রদেশের একজন মেডিকেল কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, শুক্রবার মাঝরাতের আগে দুইটি মিনিবাসের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে একজন চালক ঘুমিয়ে পড়েছিলেন। এরপরেই এ দুর্ঘটনা ঘটেছে। এই কর্মকর্তা নিহতের সংখ্যা ১৮ বলে জানান।
সালাহেদ্দিন প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক খালেদ বুরহানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইএনএ জানিয়েছে, দুজাইল ও সামারার মধ্যে সংঘটিত এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে।
তিনি দুর্ঘটনা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাননি। তবে বলেছেন, নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা শিয়া মুসলিম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতি বছর লাখ লাখ শিয়া তীর্থযাত্রী বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আরবাইন-এ যোগ দিতে পবিত্র শহর কারবালায় আসেন। তাদের বেশিরভাগ আসেন ইরান থেকে।