গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে আটক করা হয়। ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তির নাম ইব্রাহীম হোসেন।
কালিয়াকৈর থানার এসআই শফিক জানান, ভুক্তভোগী মেয়ের মা পূর্ব চন্দরা এলাকার একটি কারখানায় কাজ করতেন। এই সুযোগে অভিযুক্ত বাবা ইব্রাহীম তার ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই এসআই।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪