দিনাজপুরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে বৈদ্দ কিস্কুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ১২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের জেল দেওয়া হয়।
রবিবার বিকেলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও জজ আদালত-২ এর বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ জারি করেন। এই সময়ে ঘটনায় আসামি বৈদ্দ কিস্কু (৩৫) আদালতে উপস্থিত ছিলেন । দণ্ডিত বৈদ্দ কিস্কু (৩৬) বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর পশ্চিম আদিবাসী পাড়ার বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যায়, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসীপাড়ায় পারিবারিক কলহের জেরে বৈদ্দ কিস্কু তার মা ও বাবাকে এলোপাতাড়ি মারধর করে। সে সময়, বাবা তালা কিস্কু প্রতিবাদ করলে বৈদ্দ কিস্কু কোমড়ে থাকা ধারালো চাকু দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসীর সহায়তায় তালা কিস্কুকে হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তালা কিস্কু প্রাণহানি করে। ঘটনার পর, মা সুমি হাসদা বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪