
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক সাগরপাড় অঞ্চলে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭।
বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রায় ১০ হাজার লিটার মদসহ মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সাগরপাড়ে তারা একটি বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পান। পরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়। তাদের আটক করার চেষ্টা চলছে।
র্যাব আরও জানায়, কারখানাটিতে তৈরি করা মদ স্থানীয় এলাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দৈনিক ২-৩ লাখ টাকার মদ বিক্রি করা হতো।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪