ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল আহসান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১টা ৪৮ মিনিটে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কামরুল আহসান বলেন, আমাদের দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪