দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহরে এক বহুতল ভবনে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জোহানেসবার্গে এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে আরো কয়েকডজন।
জরুরি ব্যবস্থাপনা পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদছি বলেছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন বেশিরভাগই নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে ভবন ধোঁয়ায় ছেয়ে গেছে।
তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪