রাজধানীর কুনিপাড়া বস্তিতে আগুনে পুড়ে গিয়েছে প্রায় ৩ শতাধিক ঘর। আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজারেরও বেশি বস্তিবাসী।
গতকাল সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। কিন্তু আগুনের ভয়াবহতায় শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ১২টি ইউনিটে। যোগ দেয় বিমান বাহিনীর ৩টি ইউনিট। তাদের আপ্রাণ চেষ্টায় ৩ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
এরই মধ্যে আগুন পুড়ে নিঃস্ব করে দিয়েছে কয়েক হাজার মানুষকে। হাতের কাছে যা পেয়েছে তা নিয়েই জীবন বাঁচাতে বের হয়ে এসেছিলেন প্রত্যেকে। মিনিট খানেকের মধ্যে ছড়িয়ে পড়া আগুন মাত্র ২০ মিনিটে ভস্মীভূত করে ফেলে তিন তলা একটি টিনের ঘরকেও।
স্থানীয়রা জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ওই বস্তিতে প্রায় দুই থেকে আড়াই হাজার পরিবারের বসবাস। তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে মূলত নিম্ন আয়ের লোকজন এখানে থাকেন। এতে কয়েক হাজার ঘর রয়েছে।
আগুন লাগার কারণও প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ।