ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ে একটি পর্যটক ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে মাদুরাই রেল স্টেশনের কাছে ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লাগে। আগুনে অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনের প্যান্ট্রি কারের মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না-বান্না করার সময় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ট্রেনের অন্যান্য বগিতেও ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। অনেকেই আগুন লাগার পর বগি থেকে বের হতে পারলেও প্রবীণরা পারেননি।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকর্মীরা আগুন নেভানোর পর বগি থেকে পুড়ে যাওয়া লাশগুলো বের করে।
মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা জানান, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আরো ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের পরিবারকে ১০ লক্ষ রূপি করে দেওয়া হবে বলে দেশটির দক্ষিণ রেলওয়ে বিভাগ জানিয়েছে।
ট্রেনটি তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি মাদুরাই রেল স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে নেওয়া হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪