
ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
ভারতের পূর্বাঞ্চলের ধনবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ শিশুও রয়েছে।এই আগুনে আরও ১৫ জন আহত হয়েছেন।
ভবনটিতে এখনও অনেক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, আগুন লাগা ওই বহুতল ভবনটির নাম ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’।
এদিকে এ ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এক টুইট বার্তায় তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।