নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্প কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক হার্ট অ্যাটাক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় । এ ঘটনায় গাড়িটির চালক জাহাঙ্গীর আলম ও অজ্ঞাত এক রিকশাচালক নিহত হন।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চাষাঢ়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও বঙ্গবন্ধু সড়কের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ফতুল্লায় একটি শিল্প কারখানায় আগুন লাগার খবর পেয়ে চাষাঢ়া ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে যাচ্ছিল। পথে গাড়িটি চাষাঢ়া মোড়ে পৌঁছালে চালক জাহাঙ্গীর আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি হার্ট অ্যাটাক করেন বলে ধারণা করা হচ্ছে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় চালক জাহাঙ্গীর আলম ও রিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের আরও কয়েকজন কর্মী আহত হন। তাদেরকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতারুজ্জামান বলেন, চালক জাহাঙ্গীরকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহত রিকশাচালকটির নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪