নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা গ্রামের রতন সরকার (৪২) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল শনিবার মধ্যরাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত রতন সরকার দেউল গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে।
পুলিশ জানায়, নিহত রতন সরকার তার দুটি পুকুরে মাছের ব্যবসা করতো। শনিবার মধ্যরাত পর্যন্ত সে পুকুর থেকে বাড়ি না আসায় পরিবারের লোকজন ও গ্রামবাসী তাকে খুঁজতে বের হয়। পরে বাড়ির অদুরে সুশিল চন্দ্র মন্ডলের বাড়ির কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরনের কারনে রতন সরকারের মৃত্যু হয়েছে। পুলিশ রবিবার সকালে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, নিহত রতননের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেউলা গ্রামের সুশিল চন্দ্র মন্ডল ও তার স্ত্রী মাধরী রানী মন্ডলকে গ্রেফতার করেছে। পুলিশের ধারণা পরকীয়ার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে ।