বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যু নিয়েই আজও জলঘোলা কমেনি। আত্মহত্যা নাকি খুন, সেই ক্ষত না শুকাতেই এলো আরেক দুঃসংবাদ। একটি সড়ক দুর্ঘটনায় সুশান্তের পরিবারের পাঁচ জন সদস্য মারা গেছেন।
জানা গেছে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল অনুমানিক ৬টার দিকে বিহারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। তাদের ম্যে একজন সুশান্তের বড় বোনের স্বামী। এছাড়া এই অভিনেতার দুই ভাগনের মৃত্যু হয়েছে।
যাদের নাম, লালজিত সিং, নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবী ।
মঙ্গলবারের সেই ভয়ঙ্কর এ দুর্ঘটনায় সুশান্তের পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মারা যান গাড়িচালক এবং আহত আরও চারজন।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি অনেক ছিল, এছাড়া কুয়াশা থাকায় রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিলন আর কিছু বুঝে ওঠার আগেই ঘটে দুর্ঘটনা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪