রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকালে এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আতিকুল ইসলাম।
এর আগে এদিন দুপুরে তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এলএসডিসহ পাঁচজনকে গ্রেফতার করে ডিএমপির মতিঝিল বিভাগের খিলগাঁও থানা পুলিশ।
পরে ওই দিন রাতেই এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গত এক বছর ধরে দেশে এলএসডির ব্যবসা চালিয়ে আসছেন তারা। এ ব্যবসায় রয়েছে আরও ১৫টি চক্র। http://www.bd-pratidin.com/city-news/2021/05/31/654558
রিমান্ডপ্রাপ্তরা হলেন, সাইফুল ইসলাম সাইফ (২০), এসএম মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন (২৪)।
এর আগে ভয়ংকর মাদক এলএসডিসহ গত বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে গ্রেফতার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এরপর রবিবার তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই তিন শিক্ষার্থী হলেন সাদমান সাকিব ওরফে রুপল (২৫), অসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪